Bangla News 21 May 2021 Bangladesh latest news Today bd update news SAFA...


Bangla News 21 May 2021 Bangladesh latest news Today bd update news SAFA Bangla News tv

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বর্বরতা নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু তেমন কোনো প্রতিবাদ বিক্ষোভ নেই ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিবেশী আরব দেশগুলোতে। আরব দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে। ওই সম্পর্ক রাখার সময়ই তাদের কেউ কেউ আবার বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে নিরুৎসাহ করে। আরব দেশগুলোর সামর্থ্য আছে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর। কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ নেই। bd news

এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও সহমর্মিতার অংশ হিসেবে বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসে প্রতিদিনই জরুরি ওষুধ ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান কালের কণ্ঠকে বলেছেন, বাংলাদেশের জনগণের দেওয়া অর্থে ফিলিস্তিনে চিকিৎসা সরঞ্জাম কেনা ও বাড়ি নির্মাণ করা হবে। তবে ইসরায়েলের বাধা পেরিয়ে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে সহায়তা পৌঁছাতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। bangla news

ইসরায়েলের বর্বরতায় অসহায় ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে প্রতিবেশী আরব দেশগুলোর সরকারগুলোর নীরবতা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসরায়েলের চলমান নৃশংসতা আরব দেশগুলো, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে সংঘাতের সমালোচনা করেছে। কিন্তু ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ব্যাপারে কার্যত তারা নীরব।

সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের এখানে সংবেদনশীল মানুষের সংখ্যা এখনো অনেক। আমরা এখানে মিছিল-মিটিং-মানববন্ধন করি। কোনো আরব দেশ তো করে না!’ তিনি বলেন, আরবদের প্রচুর অর্থ-সম্পদ আছে। ফিলিস্তিনিদের স্বার্থ তাদের দেখা উচিত। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখলে এবং এ নিয়ে মিছিল-মিটিং-মানববন্ধন করলে ইসরায়েলের কিছুই আসে যায় না।

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক রেখে বাংলাদেশকে সম্পর্ক রাখতে না বলার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই পররাষ্ট্রসচিব বলেন, ‘বিষয়টি অনেক পুরনো। আগে থেকেই তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে। কিন্তু তাদের প্রত্যাশা, আমরা যেন ইসরায়েল থেকে দূরে থাকি। এমনটি তারা আমাদের আগে থেকেই বলছে।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠার শুরুর দিকে যে কয়েকটি দেশ স্বীকৃতির প্রস্তাব দিয়েছিল, তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। কিন্তু আমরা তা গ্রহণ করিনি। সে সময়ের বাস্তবতায় সিদ্ধান্ত সঠিকই ছিল। কারণ আমরা যদি তখন ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করতাম, তাহলে আরবদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনে অসুবিধা হতো।’ তিনি বলেন, ‘আরবদের মধ্যে একটি ভাব যে ইসরায়েল অনেক শত্রু। অথচ তখনো তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল।’

প্রতিবেশী হওয়ার কারণেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক রাখছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘বিষয়টি ঠিক তা নয়। মূল কারণ হলো, যে পরিবারগুলো আরব দেশগুলো চালাচ্ছে, তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। এখানে তাদের দেশের স্বার্থের কোনো সম্পর্ক নেই। তবে তাদের সেই অবস্থান যে তাদের দেশের স্বার্থের জন্য ক্ষতিকর, তা আমি মনে করি না।’ তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা আছে। ইসরায়েল তাদের বিরুদ্ধে যাক, তা তারা চায় না। আর ওই পরিবারগুলো ক্ষমতায় থাকলে ইসরায়েলেরও সুবিধা। ইসরায়েলের জন্য কোনো হুমকি নেই।

তৌহিদ হোসেন বলেন, মধ্যপ্রাচ্যে যারাই ইসরায়েলের জন্য কিছুটা হুমকি হয়ে ওঠার চেষ্টা করেছিল, তারাই বিপুল দুর্যোগের সম্মুখীন হয়েছে। মনে করা হচ্ছিল, ইরাকের সাদ্দাম হোসেন কিছুটা হুমকি হয়ে উঠছিলেন। তাঁকে শেষ করে দেওয়া হয়েছে। ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়ার গোলান মালভূমি দখল করে আছে ইসরায়েল। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের নিবিড় সম্পর্ক ছিল না। সিরিয়াও একটি গৃহযুদ্ধের মধ্যে পড়ে এখন বেতাল অবস্থায়।

মন্তব্যসমূহ